Ticker

6/recent/ticker-posts

গ্রামে বদ জিনের কবলে সুন্দরি মহিলা grip of evil jinn

✋গাজী বাড়ির ছেলের বিয়ে মানেই অন্য রকম এক ধুম-ধাম👉। অনেক পাত্রী খোজার পর বিয়ে করলেন শমসের আলীর মেয়ে পারভীন আক্তার রিপাকে । সে অনেক সুন্দরী মেয়ে ঐ গ্রামের অনেক যুবকের লালসার পাত্রে পরিনত হয়েছিল। কিন্তু বিয়ে হওয়ার কারনে অনেক দিকহারা যুবকের হাত থেকে রক্ষা পেয়েছে। বিয়ের পর কেটে গেল দুই বছর কিন্তু সন্তান –সন্তি নিচ্ছেন না। এবার অনেকের সন্দেহের দানা বাধলো বউয়ের উপরে কিন্তু সন্তান না হওয়ার কারন ছিল তার স্বামী। একদিন সত্যিই তাকে বদ জিনের কবলে পড়তে হলো , সে সুন্দরি ও রামা তাই বদ জিন তাকে অনেক অফার করলো কিন্তু সে রাজি হলোনা। সে রাজি না হওয়ায় অনেক ফন্দি ফিকির করেও রাজি করাতে পারলো না । কিন্তু সে বিষয়টি স্বামিকে জানালো বদ জিন থেকে বাচার জন্য তার গলায় পড়িয়ে দিলেন তাবিজ-তুমার কিন্তু তাতেও কি শেষ রক্ষা হলো?



পরের দিন গাজী বাড়ির সবাই তাকে চিরুনি অভিযান করেও খোজে পেল না । এভাবে কেটে গেল তিন-চার দিন, এরমধ্যে তাদের ঘুম নেই ,খাওয়া নেই কেটে গেল কতোগুলো অস্থির দিন-রাত। স্বামি মোকারেম মিয়া এক সময় নৌকার হাল ছেড়ে অথৈই সাগরে হাবু-ডুবু খাচ্ছিল । সেই সময়ে জানা গেল পারভীন আক্তার রিপাকে গাজী বাড়ির এক ভদ্র মহিলা তাইরুন বেগম তুলা গাছের মগ ডালে তাকে দেখতে পেয়েছেন। বাড়িতে হৈ-চৈ পড়ে গেল কিন্তু তুলো গাছের ডাল খুবই ভঙ্গুর তাই কেউ গাছে উঠতে চাচ্ছিল না।

শেষ সময়ে কনের ভাই আবুল মিয়া গাছ থেকে রিপাকে নামিয়ে আনল। তবে বদ জিনে কোন সুন্দরি মহিলা কে আছর করে এবং তুলে নিয়ে গেলে আবার ফিরিয়ে দিয়ে যায়। বদ জিন বেশি ভালোবাসে তুলা গাছে থাকতে । তাই বদ জিন তাকে তুলো গাছে তাকে রেখে গেল । যাকে বদ জিন ফিরিয়ে দিয়ে যায় তাকে যদি কেউ বা কোন মানুষ টাচ বা স্পর্শ না করে উনি ঐ অস্থায় গাছের মধ্যে দীর্ঘ দিন থাকতে পারবে । এটা গ্রামের মানুষের প্রচলিত বা মুখে মুখে বুলির মতো।



গাছে থেকে নামানোর পর রিপা বেহুশ হয়ে পড়ল এবং তার দাত-দাতে আটকে গেল । সবাই চামচ নিয়ে আসল তার দাত ছোটানোর জন্য আবার কেই বা তার নাক চেপে ধরলো বা পেট চেপে ধরলো তাতে কিছুই হলোনা। তবে ঠিক কয়েক ঘন্টা পর আপনা-আপনি তার জ্ঞান ফিরে আসলো এবং তখন সে জানতে চাইলো আমি কোথায়?

ঘটনা সাজানো মূল রিপার বান্ধুবি আদনা । বদ জিন যখন রিপাকে গ্রহণ করেনি তখনই আদনা তাকে বদ জিনের সত্যিকারে গল্প বলে রিপার সংসার টিকার ব্যবস্থা করে দিলেন। এই আদনাই তুলো গাছের মগ ডালে রাত্রে চুরি করে খাবার দিয়ে আসতো। এভাবেই রিপা দুদিন মগডালের উপরে রাত্রী যাপন করে । এমনকি আদনাই গাজী বাড়ির বৃদ্ধ মহিলাকে রিপার দৃষ্টিগোচর করিয়ে ছিলেন।



আপনার কি ভাবছেন দর্শক জানালে খুশি হবো???