✌শীতের আগমনীকে জানান দেয় শিশির ভেজা এক ফোঁটা জল👴 (The message of the arrival of winter is a drop of dew)
শীতের সকালে ঘাসের উপর শিশির ফোটার এক এক বিন্দু যেন একটি ডায়মন্ডের মতো চমক দেখায় । কিন্তু কতো জনই বা সেই শিশির ভেজা ঘাসের আলতো ছোয়া ভালবাসে !
আমাদের পাশেই সৌন্দর্যের মমতাময়ী আলতো ছোয়া যেমন হিমছড়ি, সাজেক স্থানগুলোর নাম বলা যায় । আমাদের ঘরের মধ্যে সুন্দরের সমাহার থাকতে কেন ছুটে যাই নেপালে হিমালয় দেখতে? কেন ছুটে যাই ভারতের তাজমহলের প্রাণে!
আমার জাতি হিসাবে অপচয়ী কিন্তু প্রকৃতি প্রেমী। প্রকৃতির ছোয়া আমাদের মনকে বিশেষ ভাবে নাড়া দেয় কিন্তু প্রকৃতির অপরূপ মায়ার কাছে আমরা পরাজিত হলেও নির্বিচারে গাছ কাটা বন্ধ করছি না।
এজন্য প্রকৃতির আজকে বিরূপ হাহাকার আমাদের পুরো দেশকে গ্রাস করছে । দেশে নানান রকম মহামারি , দুর্যেোগ, বন্যা, ভুমিধস, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী CO2 গ্যাস বৃদ্ধি পাচ্ছে। নতুন প্রজন্ম কি শিশির ভেজা ঘাসের আলতো ছোয়ায় গাঁ ভাসাতে পারবে কিনা সন্দেহ জাগে মনের ছোট গহীনে।
নতুন প্রজন্মকে নতুন পৃথিবী উপহার দেওয়ার জন্য আমরা গড়েছি ডিজিটাল বাংলাদেশ ও ডিজিটাল পৃথিবী যেখানে কম সময়ে খোজ-খবর নেওয়া যাবে যে কোন দেশ বা দুর-দুরান্ত থেকে একে অপরের। এটাই কি নতুন প্রজন্মের জন্য যথেষ্ট!